বঙ্গনিউজবিডি ডেস্ক : অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গুলশানের বাসায় ফেরেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
১০ জুন গভীর রাতে হৃদ্রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তাঁর হৃদ্যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তার হৃদ্যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।
আজ বাসায় ফেরার আগে বেলা ৩টায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে জানান তার চিকিৎসকেরা। তারা জানান, করোনার ঝুঁকির কারণেই অসুস্থ খালেদা জিয়াকে তার বাসায় স্থানান্তর করা হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ম্যাডাম এখনো অসুস্থ। তবে তিনি যে অবস্থায় এসেছিলেন, সেই অবস্থা থেকে স্টেবল। কিডনি কমপ্লিকেশন আমরা ওয়াকওভার করেছি। উনি হাই রিস্ক অব বিল্ডিং। এখনো উনার দুইটা ব্লক রয়ে গেছে।’
অধ্যাপক তালুকদার বলেন, ‘কোভিড বাড়ছে। তাকে এখানে রাখতে চাচ্ছি না। এসব কারণে তার যদি এগুলো হয়, তাকে আবার ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে চলে যাবে। সে জন্য আমরা পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আপাতত বাসায় নেয়া হোক। পরে যদি কোনো জটিলতা দেখা দেয়, তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ সময় বলেন, ‘আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ তার পরিবারের সব সদস্য হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, প্যারামেডিকস এবং ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।’
সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্য ডা. শেখ ফরিদ আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. আল মামুন এবং হাসপাতালের মেডিকেল প্রমোশন বিভাগের প্রধান বিনয় কাউল উপস্থিত ছিলেন।