বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জাতীয় যুব দিবস উপলক্ষে ২০২৪ পালন উপলক্ষে ২৭ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সম্মানিত অতিথি নাজমুল আহসান, সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মাপরিপক (প্রড-১), যুব উন্নয়ন অধিদপ্তর।
০১ নভেম্বর সকাল ৯.০০টায় ত্রিমোহনী, রামপুরা, ঢাকায় খাল পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর ৬৪ টি জেলায় ৬৪ টি খাল পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করেছে।
বক্তারা বলেন, ৬৪ টি জেলায় ৬৪টি খাল পরিষ্কারকরণের মতো মহৎ কাজ সম্পন্ন করার মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচলনায় এক অনবদ্য ভূমিকা রাখতে যাচ্ছে যা নিঃসন্দেহে সর্বমহলে প্রশংসিত হবে ইনশাআল্লাহ। এ স্বেচ্ছাসেবাধর্মী কাজের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্বের বিষয়টি যুবরা যথাযথভাবে উপলব্ধি করতে পারবে মর্মে তারা আশাবাদ ব্যক্ত করেন।