এর আগে, মঙ্গলবার মধ্যরাতে নিকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম, মোহাম্মদ বাবুল ওরফে বাবু। আহতরা হলেন- বাবুর স্ত্রী সুমি আক্তার ও তাদের ছেলে মো. শুভ। দুজনই গুরুতর অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন।
খিলক্ষেত থানার এসআই মঞ্জুরুল হাবিব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কাউকে না পেয়ে চলে যাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তাদের সেখানে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তখন আমরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে বাবুকে রাতে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা সদরে, আমরা সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। শিগগিরই গাড়ি শনাক্তের মাধ্যমে চালককে আটক করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।