বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই দশক ধরে বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারেনি ব্রাজিল। পেলে, জিকো, কাফু, নেইমারের দল সেলেকাওরা ২০০২ সালের সর্বশেষ বিশ্বসেরা হয়েছিল। চার বছর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন নেইমাররা। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিতের কোচিংয়ে এবার ষষ্ঠ ট্রফির সন্ধানে নামছে ব্রাজিল। ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসর। ২৫ নভেম্বর ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার তার দেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন। তৃতীয় বিশ্বকাপ খেলতে মাঠে নামার আগে পিএসজি ফরোয়ার্ড বললেন, ‘যেগুলোতে আমি খেলেছি, সেগুলো আমার জন্য বিশেষ। এগুলোর মধ্যে একটি হলো ব্রাজিল আয়োজক হওয়ার কারণে এবং আরেকটি হলো ওটা ছিল আমার দ্বিতীয় বিশ্বকাপ। আমি বিশ্বাস করি এবারেরটা হতে যাচ্ছে খুবই বিশেষ।’
নেইমারের ফেভারিট কারা, তিনি বললেন, ‘বিশ্বকাপ চমকে ভরা। এমন কিছু দল অপ্রত্যাশিতভাবে প্রতিযোগিতার এত দূরে যাবে, যাদের ওপর অনেকর বিশ্বাসই নেই। কিন্তু আমি বিশ্বাস করি ফেভারিট হলো আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স। আমি মনে করি ব্রাজিলের পাশাপাশি এই চার দলের ফাইনালে যাওয়ার পুরো সামর্থ্য আছে।’
২০২০ সালের ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ব্রিটিশ সংবাদপত্রকে নেইমার বলেন, ‘আমি সত্যিই ইংল্যান্ডের কথা ভুলে গিয়েছিলাম কিন্তু অবশ্যই তাদের ভালো সুযোগ আছে।’