বঙ্গনিউজবিডি ডেস্ক : খুলনার আড়ংঘাটা এলাকায় পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে।
তানহারুল ইসলাম আরো জানান, দুপুর ১২টা ৩৯ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য আমরা জানতে পেরেছি। দৌলতপুর, খালিশপুর, খান জাহান আলী ও সদর থেকে আমাদের ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তদন্তের পরে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানানো যাবে।