বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে খুলনা জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে পার্টির সাবেক এমপি মোক্তার হোসেনকে আহবায়ক এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমানকে সদস্য সচিব করে খুলনা জেলা জাতীয় পার্টির দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে, সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাসকে আহবায়ক এবং মোল্যা শওকত হোসেন বাবুলকে সদস্য সচিব করে খুলনা মহানগর জাতীয় পার্টির দায়িত্ব দেয়া হয়েছে।
খুলনা জেলার সব উপজেলা, ইউনিয়ন এবং মহানগরের সব থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রের সঙ্গে পরামর্শ সাপেক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
দায়িত্ব প্রদানে পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।