হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি :-ফেনী জেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১০ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।এতে ১০ টি মামলা ও ৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ফেনী জেলা প্রশাসক সূত্রে জানিয়েছেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাস্তায় অবৈধভাবে উল্টোপথে যানবাহন চালানো/গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে গণউপদ্রপ সৃষ্টি করায় অর্থদণ্ড প্রদান করা হয়। ঈদ পরবর্তী গণপরিবহনে ফিরতি যাত্রায় অতিরিক্ত দামে টিকিট বিক্রয় না করা/যাত্রীদের হয়রানি বন্ধ করাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়ে বাস কাউন্টারসমূহকে নির্দেশনা প্রদান করা হয়। এসময় অতিরিক্ত দামে টিকিট বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত প্রদান করা হয় এবং ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেবিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সর্তক করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন; সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,ছাগলনাইয়া শিবু দাশ।