গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ বিগত ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন গোবিন্দগঞ্জ আসনের এমপি আবুল কালাম আজাদ এর পরিকল্পনায় ও নেতৃত্বে গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ,ভাঙচুরে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে গাইবান্ধা জেলা নাট্য সংস্থার সামনে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেব গঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদের আযোজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কাজী আব্দুল খালেক,গোলাম রাব্বনী মুসা,জাহাঙ্গীর তনুসহ আরো অনেকে ।
বক্তারা অবিলম্বে এমপি আবুল কালাম আজাদ ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।