গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধার দাড়রিয়াপুরে মহাউৎসবের মধ্য দিয়ে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে নুতন বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ই জানুয়ারী রোজ সোমবার সকালে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত বই বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের পরিচালক আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল মিয়াসহ বিদ্যালয়ের অবিভাবকগন। আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই হাতে তুলে দেন। বক্তব্যের মাঝে প্রধান অতিথি বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে এগিয়ে নিতে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বই বিতরণে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা যায়,অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকরাও স্কুলের প্রশংসা করেন। একজন অভিভাবক বলেন,
“আমাদের সন্তানদের জন্য এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া ভাগ্যের ব্যাপার। এখানে শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিক শিক্ষা এবং শিশুর মানসিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়।
স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে নতুন বছরের বই বিনামূল্যে বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বাসিত ও আনন্দিত হয়। অনুষ্টানে এক শিক্ষার্থী বলেন
আমার এ স্কুলে পাঠদানে খুব ভালো লাগে। নতুন বই পেয়ে আমি আরও পড়াশোনায় মনোযোগী হবো।
স্কুল কর্তৃপক্ষ জানায়, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রতীক। বিদ্যালয়টি শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করেছে, যেখানে তারা আনন্দের সঙ্গে শিক্ষার বিকাশ ঘটাতে পারে।