1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা পরিচালনা কমিটি গঠন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক কয়রায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু ৪১ ঘন্টা পারে। শুক্রবারের মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট: ডা. জাহিদ লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার কালিহাতীতে প্রশাসনের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলি ও ভেকুর ব্যাটারী জব্দ ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

গাজায় ইসরায়েলি হামলায় ৪২ স্বজনসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আবু হাসিরা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফাতে কাজ করতেন তিনি। হামলায় তার পরিবারের আরও ৪২ সদস্য নিহত হয়েছেন। ওয়াফার বরাতে খবরটি প্রকাশ করেছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) মঙ্গলবার (৭ নভেম্বর) প্রকাশিত হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার শাসকগোষ্ঠী হামাসের সংঘাত শুরুর পর কমপক্ষে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩২ জন ফিলিস্তিনি, চার জন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সাল থেকে বিশ্বে সাংবাদিক মৃত্যুর সংখ্যা নথিভুক্ত করছে সংস্থাটি। তখন থেকে এ পর্যন্ত গত মাসটি ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। গত একমাসে দুই পক্ষে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজারের বেশি। এদের মধ্যে ফিলিস্তিনি ১০ হাজারের বেশি। অন্যরা ইসরায়েলসহ বিভিন্ন দেশের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের সবাই তাদের মৃত্যুর সময় সংঘাতের তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন কি না তা, তারা নিশ্চিত হওয়া যায়নি।

গত মাসে ইসরায়েল জানিয়েছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি স্বীকার করেছে, গাজা উপত্যকায় তাদের যেসব সাংবাদিক কর্মরত আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে তারা।

তেলআবিবের পক্ষে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে তারা হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা চালাতে গিয়ে হামাসের অবস্থানের আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ইসরায়েল অভিযোগ করেছে, গাজায় সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের অবস্থানের কাছে সামরিক অভিযান চালাচ্ছে সশস্ত্রগোষ্ঠী হামাস।

ফিলিস্তিনের শাসকগোষ্ঠী ও সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক মাস পূর্ণ হয়। এর একদিন আগে সোমবার মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে গাজায় সীমিত সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মঙ্গলবার সকালে ফের গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারায় বাস্তুচ্যুত কয়েকজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com