বঙ্গনিউজবিডি ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। আজ সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফারুকের দাফন হবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে, হোয়াটসঅ্যাপে সিঙ্গাপুর থেকে এমনটাই জানালেন ফারুককন্যা ফারিয়া তাবাসসুম পাঠান
ফারিয়া বললেন, ‘জানাজার নামাজের বিষয় এখনো পারিবারিক কোনো সিদ্ধান্ত হয়নি।’
সিঙ্গাপুর থেকে ফারুকের মরদেহ আনার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বাবার লাশ নিয়ে আগামীকাল সকাল ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবো।’