বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের গৌরবময় স্মৃতি উদযাপনের লক্ষ্যে গাজীপুর জামালপুর সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জামালপুর সমিতির সভাপতি হাফিজুল ইসলাম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুন্নবী লিটন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল ইব্রাহিম।
সভাপতির বক্তব্যে হাফিজুল ইসলাম মুন্না বলেন, “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য এক অনন্য দিন। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ বিজয়ের গৌরব ধরে রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”
বিশেষ অতিথি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ তার বক্তব্যে বলেন, “গাজীপুর জামালপুর সমিতি সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ঐক্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পদবিধারী সদস্য, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা পর্বে গাজীপুর জামালপুর সমিতির ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।