ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, শনিবার ভোর তিনটা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিট) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ইউক্রনেীয় অগ্নিনির্বাপক দলের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এক তলা ওই গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ার কুণ্ডলীতে ছেছে ওই এলাকার আকাশ। স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিট (বাংলাদেশ সময় ১১ ৫৪ মিনিট) পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। সূত্র: বিবিসি