গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাকালে ইসলামী ছাত্রশিবিরের বরিশালের গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. মাইনুল ইসলাম পলাশ(২৬) ও সৌদি প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিকা ঝুমুর খানম (২৫) কে হাতেনাতে আটক করে থানা পুলিশের করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম সরদারের বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া মাইনুল ইসলাম পলাশ গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী ও বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম। সে উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।
মামলার বাদী গৌরনদী থানার এসআই জুলেল হাওলাদার জানান ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা পরকীয়া প্রেমিক প্রেমিকা শিবির নেতা পলাশ ও গৃহবধূ ঝুমুর খানমকে আটক করা হয়। তিনি আরও জানান, যে স্থানীয় কেউ বাদী না হওয়ায়
তিনি নিজে বাদি হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোড ২৯০ ধারায় অপরাধের প্রাথমিক প্রমান পাওয়ায় মামলাটি করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনূস মিয়া জানান, অনৈতিক অসামাজিক কার্যকলাপের প্রেমিক প্রেমিকা পরকীয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ও ঝুমুর খানমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।##