সেমিফাইনালের কোটা পূরণ হয়ে যাওয়ায় গুরুত্বহীন হয়ে পড়ে ভারত-জিম্বাবুয়ে ম্যাচটি। নিয়ম রক্ষার এই ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে ভারত। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল।
দল বড় সংগ্রহ পেলেও অনুজ্জ্বল ছিলো রোহিত শর্মার ব্যাট। চতুর্থ ওভারে ব্যক্তিগত ১৩ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি। রোহিত ফিরলেও আরেক ওপেনার লোকেশ রাহুল আজও পেয়েছেন অর্ধশতকের দেখা। আউট হয়েছেন ১৩তম ওভারে ৩৫ বল থেকে ৫১ রান করে। রাহুল আউট হবার আগের ওভারেই ফিরেছেন বিরাট কোহলিও, বিরাটের ব্যাটে আসে ২৫ বলে ২৬ রান।
১৪ তম ওভারে রিশভ পান্ত ৩ রান করে ফিরে গেলে ভারতের স্কোরবোর্ডে তখন ১০১ রানে ৪ উইকেট। সেখান থেকে দলকে আজও টেনে তুলেন টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের সেরা ব্যাটসম্যান সূর্য কুমার। আজ আরো একবার তার আগুনে জ্বলেপুড়ে ছাড়খার প্রতিপক্ষ। তাকে আউট করতে পারেনি জিম্বাবুয়ের কোন বোলার। অপরাজিত ছিলেন ২৫ বল থেকে ৬১ রানে।
মাঝে ১৮ বলে ১৮ করে ফিরেছেন হার্দিক পান্ডিয়াও। ৯ রানে ২ উইকেট পেয়েছেন শন উইলিয়ামস, ১টি করে উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।
ভারতের করা ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে কোন রান করার আগেই ওয়েসলি মাধেভেরের উইকেট হারায় জিম্বাবুয়ে। আর দলীয় ২ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে তারা। এবার রেজিস চাকাভা ফিরে যান ০ রানে৷ সেখান থেকে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস জুটি গড়ে ঘুরে দাঁড়াতে চাইলেও আর পারেনি। ২৮ রানে তৃতীয়, ৩১ রানে চতুর্থ ও ৩৬ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিন ১৩, শন উইলিয়ামস ১১, টিনো মুনিয়োঙ্গা ফিরেন ব্যক্তিগত ৫ রানে। ৩৬ রানে ৫ উইকেট হারানোর পর ৩৬ বলে ৬০ রানের ঝড়ো জুটি গড়ে তুলেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। রায়ান বার্ল ২২ বলে ৩৫ করে ফিরলে ভাঙে এই জুটি। ওয়ালিংটন মাসাকাদজা ফিরেন ৭ বলে ১ রানে। একই ওভারে ফিরে যান রিচার্ড এনগারাভাও।
পরের ওভারে সিকান্দার রাজা ফিরেন ব্যক্তিগত ২৪ বল থেকে ৩৪ রানে। পরের ওভারে চাতারা ফিরে গেলেই ১৬ বল থাকতেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ৭১ রানের জয় পায় ইন্ডিয়া। ৩ উইকেট নিয়েছে রবিচন্দ্রন আশ্বিন, দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।