গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ২৩ জানুয়ারি সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। প্রধান বক্তার আসন অলংকৃত করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। আরও উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম এবং ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মো. বিল্লাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান অবস্থার সমালোচনা করে বলেন, “এক ফোঁটা ঘোচনা যেমন এক মন দুধ নষ্ট করে দেয়, তেমনই আওয়ামী লীগের অশুভ রাজনীতি তাদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। জনগণ তাদের বুঝিয়ে দিয়েছে যে, নোংরা ও মিথ্যা রাজনীতির কোনো স্থান নেই এই দেশে।”
তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থেকে ন্যায় ও আদর্শের পথে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, “তারুণ্যের অহংকার তারেক জিয়া সত্য ও ন্যায়ের আলোকে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”