দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ বিভাগীয় কমিশনারশেয়ারচট্টগ্রাম বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমিনুর রহমান।
সোমবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আমিনুর রহমানকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করছেন ড. প্রকাশ কান্তি চৌধুরী। তিনি বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা।