বঙ্গনিউজবিডি ডেস্ক : বেশি দামে মিষ্টি বিক্রি করছিল চট্টগ্রামের খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং। এছাড়া নোংরা পরিবেশে চটপটি, ফুচকা ও বিরিয়ানি তৈরি করছিল আরও কয়েকটি প্রতিষ্ঠান।
এসব অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের জুবিলী ও স্টেশন রোড এলাকায় অভিযান চালায় অধিদপ্তর।
এসময় মিষ্টি ও খাদ্যপণ্যের প্যাকেটে লাগানো প্রাইজ ট্যাগে বেশি দাম লিখে পণ্য বিক্রি করায় বনফুলের একটি শোরুমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্টেশন রোড এলাকায় নোংরা ও তেলাপোকাযুক্ত পরিবেশে চটপটি, ফুচকা এবং বিরিয়ানি তৈরি করে বিক্রির অভিযোগে সুবাহ ফাস্ট ফুডকে ১০ হাজার টাকা, জুবিলী রোডের মালঞ্চকে ৪ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ৫ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি প্রক্রিয়াকরণ করার অভিযোগে মিসকাহ ধানসিঁড়ি বেকারি অ্যান্ড সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, দিদার হোসেন ও আনিছুর রহমান।