বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।
হিটস্ট্রোকে মৃত ওই বৃদ্ধের নাম শাহজাদা ছালেহ আহমদ শাহ (৭০)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার হযরত আহমদ হাসান শাহ (র.) এর বড় ছেলে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে রয়েছেন। তার ছেলে নজরুল ইসলাম জানান, শুক্রবার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে একটি হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা হলি হেলথের পরিচালক সাইফুল ইসলাম শামীম বলেন, হাসপাতালে আসার আগেই ছালেহ আহমদের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
এদিকে শাহজাদা ছালেহ আহমদ শাহর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান গভীর শোক প্রকাশ করেন।