আজ সোমবার (৯ মে) পাহারড়তলীর সিরাজ স্টোরে অভিযান চালিয়ে এই ভোজ্যতেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সিরাজ সওদাগরের দোকানে আমরা প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল পেয়েছি। অবৈধভাবে তেল মজুত করায় তাকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জব্দ করা তেল বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কাছে আগের নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে এবং ভোক্তাদের মধ্যে বিক্রি করা হচ্ছে। এখনো অভিযান চলছে।’
এর আগে গতকাল কর্ণফুলী বাজারে অভিযান চালিয়ে একটি খুচরা দোকান থেকে মজুদ করা এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করে অধিদপ্তর।