বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রায় এক দশকের মাথায় চট্টগ্রাম নগরীর কলেজ ও থানা কমিটি ঘোষণা করেছে মহানগর ছাত্রদল। ঘোষিত কমিটির মধ্যে রয়েছে ১৪টি কলেজ এবং ১২টি।
কেন্দ্রীয় সংসদের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক পত্রে কমিটিগুলো অনুমোদন দেয়া হয়। পরে নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬ টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম বলেন, ‘দীর্ঘদিন পর কলেজ ও থানা কমিটিগুলো দেয়া শুরু করেছি। বাকি ইউনিটের কমিটিও শিগগির ঘোষণা করা হবে। যেসব ইউনিটে কমিটি হয়েছে। তারা কাউন্সিল ও সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করবে।’
তিনি বলেন, ‘২০১৩ সালের পর নগরীর চট্টগ্রাম কলেজ, সিটি কলেজ, মহসিন কলেজ, ওমরগণি এমইএস কলেজ, কমার্স কলেজসহ ১৪ টি কলেজে আহ্বায়ক কমিটি দিতে পেরেছে নগর ছাত্রদল।’