তিতাস উপজেলার শ্রীনারায়ানকান্দি গ্রামে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে রবিউল বাহীনির হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে, এমনটি জানিয়েছেন দুবাই প্রবাসীর বড় ভাই আফজাল সরকার, ভুক্তভোগী আফজাল সরকার বলেন আমার ছোট ভাই দুবাই প্রবাসী আমরা এই গ্রামে জায়গা কিনে বাড়ি করেছি এবং বড় ভাই হিসেবে পুরো পরিবারের দায়িত্ব আমার উপর কিন্তু আমার বাসায় চাঁদা না দেওয়ার কারণে রবিউল পাঠান তার লোকজন নিয়ে আমার ওয়াল গেইট সহ ভাংচুর করে, আমি আদালতে হাজির হয়ে রবিউল পাঠান সহ মোট ৭ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করি, মামলা নং ১৫৯/২৪ এবং ১১৫/২৪ , ভুক্তভোগী আফজাল সরকার বলেন মামলা দায়ের করার পর থেকে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে রবিউল পাঠান হুমকি দিয়ে আসছে মামলা তুলে নেওয়ার জন্য এবং আমি মামলা না তুলার কারণে রবিউল পাঠান তার সন্রাাসী বাহিনী নিয়ে গত ১৮/০৯/২০২৪ ইং তারিখে সকালে আমি গাজীপুর বাজারে আমার মুূদি দোকানে যাওয়ার সময় আমার উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে এবং আমার পরিবারের লোকজন খবর পেয়ে আমাকে উদ্ধার করে, ভুক্তভোগী আফজাল সরকার বলেন আমার কাছে ব্যবসার নগদ ১,২৭,৩০০টাকা এক লক্ষ সাতাইশ হাজার তিন শত টাকা ছিল, ওরা নিয়ে যায় এবং আমি তাদের পুনরায় হুমকির কারনে গাজীপুর বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে রবিউল বাহীনি বলে আবার মামলা দায়ের করলে আমাকে হত্যার হুমকি দেয়, এই বিষয় তিতাস থানায় অভিযোগ দায়ের করেন এবং ভুক্তভোগী আফজাল সরকার সুষ্ঠ তদন্ত করে কঠোর শাস্তি দাবি জানান সরকার প্রধানের কাছে।