বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার নারী নিরাপত্তারক্ষীকে (৩৮) ধর্ষণের অভিযোগে সহকর্মী ইয়াকুব আলীকে (৪২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত আসামি দিনাজপুর জেলার পার্বতীপুরের দক্ষিণ শালন্দার এলাকার মৃত আকালু শেখের ছেলে ও ফতুল্লা এলাকার ওই পোশাক কারখানার পুরুষ নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই কারখানার নিরাপত্তারক্ষী। তার স্বামী একটি খাবার হোটেলে কাজ করেন। একই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীদের সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিল ইয়াকুব আলী। একইসঙ্গে ওই নারীর সঙ্গে অশোভন আচরণ ও যৌন নির্যাতন করতো অভিযুক্ত ব্যক্তি। তিন মাস আগে রাতে দায়িত্ব পালনের সময় অভিযুক্ত ইয়াকুব আলী ওই নারীকে গার্মেন্টের পঞ্চম তলায় কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। এরপর থেকে প্রায় সময় ভয় দেখিয়ে গার্মেন্টের ভেতরে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ ১৭ জুন দুপুর ২টার দিকে কর্মরত অবস্থায় ওই নারীকে জরুরি কথা আছে বলে গার্মেন্টের পঞ্চম তলায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূলত গার্মেন্টের নিরাপত্তকর্মীর হাতে তার নারী সহকর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।