বঙ্গনিউজবিডি রিপোর্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে বাইপাস সার্জারি করে রাজধানীর
গুলশানস্হ ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন জাতীয়
পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও নোয়াখালী
জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওদুদ চৌধুরী মন্জুকে গতকাল হসপিটালস্হ কেবিন কক্ষে দেখতে যান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সম্মানিত রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির সম্মেলন -২২ এর সংগ্রামী সদস্য সচিব, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্।
জনাব গোলাম মসীহ্ আব্দুল ওদুদ চৌধুরী মন্জু’র পুত্র ডাঃ অনিক চৌধুরীর কাছ থেকে তাঁর পিতার সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন এবং তাঁর
শয্যা পাশে বেশ কিছুক্ষন অবস্থান করেন ও মহামহিম আল্লাহ্ তায়া’লার দরবারে তাঁর আশু আরোগ্য কামনা
করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ-সময় হসপিটালের কেবিন কক্ষে জনাব মন্জু’র প্রিয় সহধর্মিণী।