বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ে (চুয়েট) মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় চুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারের জাতীয় পতাকা উত্তোনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চুয়েট উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।
পরে শহীদ মিনারে উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি রনজিৎ কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। এরপর ডিন, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ ও সেন্টার চেয়ারম্যানগণ, ছাত্রকল্যাণ পরিচালক ও হল প্রভোস্টগণ, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, স্টাফ অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।