বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া থানার আওতাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে চোরা কারবারির অন্যতম মুল হোতা আজগরসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন রাঁজাখালী সংলগ্ন ফাইভ স্টার গলিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে থানা পুলিশকে সোপর্দ করে। গ্রেফতার মো. আজগর (৩২) ও মো. ছোটন মিয়া চৌধুরী (২৮) বাকলিয়া থানাধীন রাজাখালী রোড চাক্তাই এলাকার মৃত হাজী মোজাহের মিয়ার ছেলে।
অভিযোগ রয়েছে, চাক্তাই-খাতুনগঞ্জে বিগত ১৫ বছর ত্রাসের রাজত্ব কায়েম করে আজগর-ছোটনের আপন ভাই ৩৫ নং বক্সিরহাট যুবলীগের সসস্ত্র ক্যাডার আলমগীর। আ’লীগ সরকার ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দখল-বেদখল ও চাঁদাবাজির রাজত্ব চালায় যুবলীগ ক্যাডার আলমগীর। ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আলমগীর আত্মগোপনে চলে যায়। এরপরই তার অপর একভাই বিএনপি নেতাদের আর্শিবাদ নিয়ে সেই রাজত্বের হাল ধরে তারই ছোটভাই আজগর ও মো. ছোটন মিয়া চৌধুরী। অভিযোগ রয়েছে, আজগরের শত কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে। এসব নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাড়াও অবৈধভাবে জমি দখল, কর্ণফুলী নদীতে চুরি হওয়া গম, তেল সহ, ফিশ ফিডের আড়ালে নিষিদ্ধ মিট বন ক্রয় বিক্রয়ের সাথে ও জড়িত এই আজগরের বিরুদ্ধে।