বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সফরে সব ফরম্যাটেই খেলা হবে। তবে ওয়ানডে আর টেস্ট ফরম্যাটের ম্যাচ বেশি থাকবে।’
ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিও জিতেছিল টাইগাররা।