বঙ্গনিউজবিডি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (২০২১-২২) শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা পড়ছে ৪৩ হাজার ৪২৭টি। এসব আবেদনের মধ্য থেকে আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব প্রকোশলী মো. ওহিদুজ্জামান সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ১ হাজার ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৮৪৯ টি, ‘বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে ৯ হাজার ৯৮৯ ও ‘সি’ ইউনিট ৬১০ আসনের বিপরীতে ৬ হাজার ২৪০টি আবেদন পড়েছে। এ ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ , চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ এবং সংগীতে ৩৪৫টি আবেদন পড়েছে।
এ দিকে আবেদনকৃত এই শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন পড়েছে ৩৬১টি, বিকেএসপি কোটায় ৯৩টিসহ অন্যান্য কোটায় মোট ৩০৩৬টি আবেদন জমা পড়েছে।