বঙ্গনিউজবিডি ডেস্ক: জমকালো ডিজিটাল নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর পাচঁ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীসহ শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত ৪ শতাধিক অথিতিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এসময় এক মিলন মেলায় পরিণত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি উত্তর মেয়র আতিকুল ইসলাম। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, সংসদ সদস্য এস এম শাহজাদা, মেজর জেনারেল অব. এ.কে.এম আব্দুর রহমান। অনুষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক তুবা আরবাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ও উৎসব এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম নুরুন নবী, স্কুলের প্রধানকার্য নির্বাহী মো. আবু কায়েস জাহাদি, আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোজি- USET এর উপদেষ্টা, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক ও পিএনএস নিউজের উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত।
প্রধান অতিথি আতিকুল ইসলাম বলেন, “আমার জন্য বড় চেয়ার নয়, অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষকদের জন্য বড় চেয়ার দরকার। তবেই আমরা সভ্য। আমি আপনাদের নগর পিতা নই, সেবকমাত্র!” –
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের ১৫০ জন শিক্ষার্থীর হাতে গ্রাজুয়েশন ডিগ্রির সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা।
সমাবর্তন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় ” শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি”-সমবেত গান দিয়ে।