মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে জয়পুরহাটে শহীদ নজিবুল সরকার বিশাল পরিবারকে বাড়ীর চাবি তুলে দিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশালের বাবার হাতে চাবি তুলে দেন তিনি। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (ধরন্জি ইউপি ), নাজমুল হক (বাগজানা ইউপি ) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট, ২৪ তারিখে জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে শহীদ হোন শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। পতিত সরকার হটাও আন্দোলনের এ অকুতোভয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর এলাকার মজিদুল সরকারের ছেলে ও পাঁচবিবির বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানাগেছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, “মেহেদির পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মাথার ওপর যেন একটি নিরাপদ আশ্রয় থাকে, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
নিহত মেহেদির পরিবার, জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।