মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা : প্রতিনিধিঃ জয়পুরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে মোজাহার আলী প্রধান ফাউন্ডেশন এর উদ্যোগে নুরুজ্জামান রাশেদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মোজাহার আলী প্রধানের বড় সন্তান শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরন, এতিমখানায় কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল করা হয়।