মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে গরিব অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে পিঁয়াজ, আলু ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র বিতরণ কেন্দ্র করেছে বিএনপির সদর থানার যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের সদস্য রবিউল ইসলাম। রোববার দুপুরে সদর উপজেলার পুরানাপৈল রেইনট্টির মোড় এলাকায় নিজস্ব অর্থায়নে এসব কৃষি পন্য স্বল্পমূল্যে বিতরণ করা হয়।
এসময় জয়পুরহাট কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়া কবির তানিম সহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
রবিউল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমপি মন্ত্রী থেকে শুরু করে সকল পর্যায়ে নেতারা দেশটাকে শোষণ করে অর্থনৈতিক পর্যায়ে দেউলিয়া করে ফেলেছেন। সাধারণ জনগণ ও অসহায় মানুষদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছিল। জনগণ যাতে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তাদের আয় ক্ষমতার মধ্যে থাকে। এজন্যে আমি আমার পুরানাপুইল ইউনিয়নের জনগণের দিকে লক্ষ্য রেখে ও চিন্তাভাবনা করে আমি আমার নিজ ইউনিয়নে সপ্তাহের প্রতি শনিবারে স্বল্পমূল্যে, যাতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই বিক্রয় কেন্দ্রে কিনতে পারে। কাঁচামরিচ, আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এ বিক্রয় কেন্দ্রে প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ টন মাল এ স্বল্পমূল্যের দোকান থেকে বিক্রি হয়। আমার এটি স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইউনিয়নের জনগণ যাতে শাকসবজি, রসুন, পেঁয়াজ যাতে কিনতে পারে এজন্যই আমার এই উদ্যোগ।