1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডে নিতে চান প্রধান উপদেষ্টা কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার বন্ধে ডিএমপির অনুরোধ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বিতাড়িত স্বৈরাচার: তারেক রহমান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৩ কলেজের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে যোগ্যতা ও মেধায় পুলিশে চাকরি পেলেন লক্ষ্মীপুরে ৫০ জন ঠাকুরগাঁওঃ এক মঞ্চে ৩ শিক্ষক ও ৪ কর্মচারীর বিদায় সংবর্ধনা *মেডিকেল প্রফেশনালদের জন্য মাস্টারকার্ড, লংকাবাংলা ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু* ঢাকায় সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১

জাকিরের ব্যাটিংয়ের পর নাহিদের ঘূর্ণি, সহজ জয় পেল দক্ষিণাঞ্চল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৮ বার দেখা হয়েছে

ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোন তথা পূর্বাঞ্চলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বিসিবি সাউথ জোন তথা দক্ষিণাঞ্চল।

জয়ের জন্য দক্ষিণাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় কেবল ৮৯ রানের। এই রান তুলতে গিয়ে অবশ্য দুটি উইকেট হারাতে হয়েছে ফরহাদ রেজাদের। এনামুল হক বিজয় এবং পিনাক ঘোষের উইকেট হারালেও জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি দক্ষিণাঞ্চলকে। ২০.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল।

প্রথম ইনিংসেই জয়ের মূল কাজটা করে রেখেছিল বিসিবি সাউথ জোন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে বিসিবি সাউথ জোন এগিয়েছিল ১৬৯ রানে। উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের অনবদ্য ১৫৮ রানের ওপর ভর করে প্রথম ইনিংসেই দক্ষিণাঞ্চলের স্কোর গিয়ে দাঁড়ায় ৪২৯ রানে।

তার আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক ইস্ট জোনের স্কোর দাঁড়ায় সব ক’টি উইকেট হারিয়ে ২৬০ রানে। মোহাম্মদ আশরাফুল করেছিলেন সর্বোচ্চ ৬১ রান। ইমরুল কায়েস করেছিলেন ৪৬ রান। মেহেদী হাসান এবং নাসুম আহমেদ- দু’জনই নিয়েছিলেন ৫টি করে উইকেট।

জবাব দিতে নেমে এনামুল হক বিজয় করেন ৮৮ রান। মিডল অর্ডারে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান খেলেন ১৫৮ রানের অনবদ্য ইনিংস। ২৭৬ বল মোকাবেলায় ১৯টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় এই রান করেন তিনি।

শেষ দিকে ফরহাদ রেজা ৩৮, মেহেদী হাসান ৩২ এবং নাসুম আহমেদ করেন ৫৯ রান। তিনটি বড় ইনিংস এবং দুটি মাঝারি ইনিংসের ওপর ভর করে বিসিবি দক্ষিণাঞ্চলের স্কোর গিয়ে দাঁড়ায় ৪২৯ রানে। একই সঙ্গে লিড দাঁড়িয়ে যায় ১৬৯ রানের।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল চেষ্টা করেছিল দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর। কিন্তু আফিফ হোসেন ধ্রুবছাড়া আর কেউ খুব বেশি লড়াই করতে পারেননি। মিডল অর্ডারে আফিফ হোসেন ৭৩ রান করে অপরাজিত ছিলেন তৃতীয় দিন শেষে।

কিন্তু চতুর্থ দিন সকালে নিজের ইনিংসের সঙ্গে আর কেবল ১৩ রান যোগ করেই আউট হয়ে যান আফিফ। ইরফান শুক্কুর করেন ৪০ রান। শেষ পর্যন্ত ৮৪.২ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের নাহিদুল ইসলাম ১৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৪ উইকেট। মেহেদী হাসান এবং নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা এবং ফরহাদ রেজা।

৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হক ১১ রান করে আউট হয়ে যান। ২ রান করে আউট হন পিনাক ঘোষ। অমিত হাসান ১৯ এবং তৌহিদ হৃদয় ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল, প্রথম ইনিংসে ২৬০/১০, (৮৬.২ ওভার) ও দ্বিতীয় ইনিংসে ২৫৭/১০, ৮৪.২ ওভার (ইমরুল ৩৯, আশরাফুল ২৫, রনি তালুকদার ১২, শাহাদাত হোসেন দিপু ৫, আফিফ হোসেন ধ্রুব ৮৬, নাদিফ ১৭, ইরফান শুক্কুর ৪০; নাসুম ২/৬৫ , মেহদি ২/৪৭, নাহিদুল ৪/৩০)।

বিসিবি দক্ষিণাঞ্চল, ১ম ইনিংস: ৪২৯/১০, ১১৮.২ ওভার (এনামুল হক বিজয় ৮৮, পিনাক ঘোষ ১৬, অমিত ঘোষ ৪, তৌহিদ হৃদয় ৩, জাকির ১৫৮, নাহিদুল ইসলাম ৭, ফরহাদ রেজা ৩৮, মেহেদি হাসান ৩২, নাসুম ৫৯; নাইম হাসান ৩/১২৭, রবিউল ৩/৬৯ আশরাফুল ৩/৮২)। দ্বিতীয় ইনিংস : ৯০/২, ২১.৩ ওভার (তৌহিদ হৃদয় ৫৪*, অতিম হাসান ১৯*, এনামুল হক বিজয় ১১ এবং পিনাক ঘোষ ২; রেজাউর রহমান রাজা ২/১৬)।

ফল : বিসিবি দক্ষিণাঞ্চল ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জাকির হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com