বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর ৩১ ডিসেম্বর মঙ্গলবার প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে অনুষ্ঠিত হয়েছে। আসরে সভাপতিত্ব করেন কবিতাপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক কবি শাহীন চৌধুরী। শুরুতে সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হেলাল হাফিজের জীবন ও কবিতা’ নিয়ে আলোচনা করেন কবি রফিক হাসান।
কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি নাজমুল হাসান, কবি কাজী রফিক, কবি সৈয়দ রনো, কবি সালাম জুবায়ের, কবি বজলুর রায়হান, কবি মোজাফফর বাবু, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি লিলি হক, কবি তারিফ রহমান, নূরুল ইসলাম খোকন, জয়নুল আবেদীন জয়, মজিদুর রহমান বিশ্বাস, রীনা পন্ডিত, কামরুজ্জামান কায়েম, নাসরীন গীতি, বিমল সাহা, হাসান কামরুল, শহীদুল জয়, শ্যামলী মণ্ডল, আতিকুজ্জামান খান প্রমুখ।