মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : ‘জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে বান্দরবান সুয়ালক ইউনিয়ন পরিষদে র্র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ২৫ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শোভাযাত্রা টি শুরু হয়ে সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর পর সুয়ালক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ক্যমংহ্লা মারমা এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলো সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈক্য হ্লা মারমা সুমন, সুয়ালক ইউপির ১.২.৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার কুলসুমা বেগম, ৩.৪.৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মাসাথুই মারমা, ৭.৮.৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার আয়েশা বেগম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছবুর, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রেদামং মারমা, ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য ইয়ং রিং ম্রো, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: দুদু মিয়া, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী, এলজিএসপি সদস্যবৃন্দ’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ক্যমংহ্লা মারমা ও সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা জাতীয় স্থানীয় সরকার দিবস এর বিশেষ গুরুত্ব বিষয়ে আলোচনা পেশ করেন।এছাড়াও
এলাকার জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ গুলোসরকারের সহযোগিতায় বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন, পরিশেষে চেয়ারম্যান উপস্থিত সকল কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।