বঙ্গনিউজবিডি প্রতিনিধি : কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহবায়ক জনাব আলমগীর সিকদার লোটন এবং সদস্য সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন।
বিবৃতিতে তাঁরা বলেন, কোটা প্রথাটি চালু হয়েছিলো তৎকালীন সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে ১৯৭২ সালের ৫ই সেপ্টেম্বর। সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৫ সালে প্রচলিত কোটা পদ্ধতিটিকে সংস্কার ও সংশোধনের মাধ্যমে নতুন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত এবং মেধাবীদের নিয়োগ বাড়িয়ে একটি নির্বাহী আদেশ জারী করেছিলেন। যা আজকের কোটা আন্দোলনকারীদের দাবীর সাথে মিলেমিশে একাকার। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধার কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে অন্তর্ভুক্ত করে এবং ২০১১ সালে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করে।
তাই আজকের কোটা বিরোধী আন্দোলনের বীজ বপন করেছিল আওয়ামী লীগ সরকার-ই। কোটা আন্দোলনকারী ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। অনতিবিলম্বে আন্দোলনকারীদের দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রেস বিজ্ঞপ্তি।