বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোহিবুল্লাহ (৬৭) গতকাল রাত ৩ঃ৩০ মিনিটে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে মস্তিকে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
তিনি জাতীয় পার্টিতে মোঃ মোহিবুল্লাহ-কে পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নের একজন নিরলস কর্মী হিসেবে স্মরণ করে বলেন জাতীয় পার্টিকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করাতে কক্সবাজার এবং মহেশখালীতে মোঃ মোহিবুল্লাহ’র অবদান জাতীয় পার্টি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।