বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টি’র জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু আজ এক বিবৃতিতে পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে, নির্মমভাবে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়ায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে শফিকুল ইসলামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।