বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে তাঁর মূখপাত্র কাজী মামুনূর রশীদের নেতৃত্বে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জাপার শীর্ষনেতা গোলাম সারোয়ার মিলন, জাপা নেতা নুরুল ইসলাম নূরু, সাবেক ছাত্রনেতা ও পার্টির শীর্ষনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, দলের কেন্দ্রীয় নেতা শাহ জামাল রানা, পীরজাদা জুবায়ের আহমেদ, নজরুল ইসলাম, জাপা নেতা শফিকুল ইসলাম শফিক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহবায়ক ফকির আল মামুন, সদস্য সচিব আবু সাঈদ লিয়ন, মুমিনুর রহমান, মিশু আহমেদ ও রিপন মিয়াসহ আরো অনেকে।
পরে গণমাধ্যমকে কাজী মামুনূর রশীদ বলেন, ১৫ অগাস্ট ইতিহাসের কালো অধ্যায়। জাতির পিতা ও তার পরিবারকে হত্যার মধ্যদিয়ে সেদিন প্রথম গণতন্ত্রকে হত্যা করা হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার আগেই দেশীয় ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করা হয়। কাজী মামুন বলেন, এরপর ১৯৯০ সালে সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে ১২ ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদকে জেলে পাঠিয়ে দ্বিতীয়বার এদেশে গণতন্ত্র হত্যা করা হয়। তাই জাতীয় শোক দিবসে জাতীয় পার্টির অঙ্গীকার, হবে না আর কলঙ্কিত তত্ত্বাবধায়ক সরকার।