বঙ্গনিউজবিডি রিপোর্ট : আসন্ন ২৬ নভেম্বর জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে পার্টির আরো ৮ জনকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে।
এরা হলেন-মুস্তাফিজুর রহমান নাঈম (ঢাকা), মোহাম্মদ ইস্রাফিল মিয়া (গাজীপুর মহানগর), মুহাম্মদ নাসির উদ্দীন মুন্সি (ব্রাহ্মণবাড়িয়া), ইশরাকুল হোসেন শামীম (সিলেট), আহসান হাবিব মঈন (সিলেট), মুরাদ আহমেদ (হবিগঞ্জ), মুহম্মদ কামাল হোসেন (ঢাকা) ও আজমল হোসেন জিতু (ঢাকা)।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়, বুধবার রাতে জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও দলের জাতীয় সম্মেলন-২০২২’র প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেগম রওশন এরশাদের অনুমতিক্রমে এই অন্তর্ভূক্তিপত্রে স্বাক্ষর করেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্।
এতে আরো উল্লেখ করা হয়, এই আদেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে।