1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও কমিউনিটি নানান ধরনের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা : কূখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হক অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন আবিষ্কারের প্রত্যয় নিয়ে বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন তাতিঁদের উপকারে দ্রুততর সময়ে প্রয়োজনীয় সংস্কার করা হবে: বস্ত্র ও পাট উপদেষ্টা ঢাকায় শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও: আধাঘন্টা ধরে সাংবাদিক পিটিয়ে ফোনে জবাইদুল বলেন— মাইর কম হয়েছে ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গামাটির সাজেকে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন পার্বত্য উপদেষ্টা

জামদানী শিল্পের বিকাশে নারায়ণগঞ্জে ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার চালু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জামদানী শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রসারে নারায়ণগঞ্জের বিসিক জামদানী শিল্প নগরীতে আজ একটি ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়। বিসিক এবং তুরস্ক সরকারের সহযোগিতা সংস্থা, তুর্কি সহযোগিতা এবং সমন্বয় এজেন্সি (টিকা) এর সহায়তায় আজ বুধবার বিকালে সেন্টারটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিষ সেন। এই ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার উদ্যোগের ফলে, এখন থেকে স্থানীয় জামদানী শিল্প পল্লীর উদ্যোক্তাগণ তাদের তৈরিকৃত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশগম্যতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বক্ষণিক সহায়তা পাবেন। সেই সাথে, বি-টু-বি ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও তারা এই সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ে সহযোগিতার মাধ্যমে তাদের ব্যবসায়িক পরিধি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষে এটুআই-একশপ তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও পরামর্শ সেবা প্রদানের পাশাপাশি নিজের বিস্তৃত বি-টু-বি নেটওয়ার্কের সাথে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপনেও কাজ করবে।

এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তুরস্কের রাষ্ট্রদূত রাখিয় সেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের।

স্বাধীনতার আগে থেকেও বাংলাদেশ-তুরস্ক যৌথভাবে কাজ করে আসছে। এই ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে

এটুআই-এর সঙ্গে সম্পর্ক সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে। ই-কমার্স উন্নয়নে যৌথভাবে আরও অনেক কাজ করতে চাই।

উদ্যোক্তাদের উন্নয়নে এই উদ্যোগের সাধুবাদ জানাই।

সম্প্রতি, বিসিক-বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির করপোরেশন, একটি ই কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট- এটুআইকে একটি জায়গা বরাদ্দ দেয়। এই সেন্টারে প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জামাদি প্রদান করে সহযোগিতা করে তুরস্ক সরকারের সহযোগিতা সংস্থা, তুর্কি সহযোগিতা এবং সমন্বয় এজেন্সি (টিকা)। বিসিক এবং টিকা’র সাথে যৌথভাবে এই ই কমার্স ফ্যাসিলিটেশন। সেন্টার প্রতিষ্ঠা ও সার্বিক তত্বাবধান ও পরিচালনার দায়িত্বে থাকছে এটুআই।

২০৪১ এর মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিসিক তার প্রচলিত মার্কেটের পাশাপাশি

গড়ে তুলেছে বিসিক অনলাইন মার্কেট। বিসিকের উদ্যোক্তারা সরাসরি নিজেরাই এই মার্কেটপ্লেসে নিবন্ধিত হতে পারবেন এবং তাদের

পণ্যের যাবতীয় তথ্য ও ছবি আপলোড করতে পারবেন, যা তাদের পণ্যের প্রচার ও প্রসারে ব্যবহৃত হবে। তারা চাইলে এ কাজে নতুন

প্রতিষ্ঠিত ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টারের সহযোগিতা নিতে পারবেন। এই বিসিক অনলাইন মার্কেটে আপলোডকৃত সকল বিসিক

পণ্যের প্রচার, প্রসার ও বিক্রয়ের উদ্দেশ্যে এটুআই-একশপ তার নিজস্ব মার্কেটপ্লেস ‘একশপ’ এর মাধ্যমে দেশের সব গুরুত্বপূর্ণ

মার্কেটপ্লেসের সাথে সংযুক্ত করবে। শুধু তাই নয়, বিসিক উদ্যোক্তাদের যেকোন পণ্য অর্ডারের ক্ষেত্রে, দেশের অভ্যন্তরে যেকোন প্রত্যন্ত

অঞ্চলে একশপ তার নিজস্ব ডেলিভারি সেবা প্রদানে সক্ষম। স্থানীয় বিসিক উদ্যোক্তাগণ যদি তাদের ব্যবসা সম্প্রসারণে আন্তর্জাতিক

রাজার হতে পণ্য আমদানী করতে চান, এ ক্ষেত্রেও একশপ খুব স্বল্প খরচে দ্রুততা ও দক্ষতার সাথে তার অভিজ্ঞ আমদানী সেবা ও

সেই পণ্য উদ্যোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় সহায়তা প্রদান করবে।

বিশ্বের প্রথম ও একমাত্র স্বীকৃত ডিজিটাল পাব্লিক গুড এবং সহায়ক ই-কমার্স ইকোসিস্টেম একশপ বিগত ২০১৯ থেকে এখন পর্যন্ত সারাদেশের অন্তত ১৮০,০০০ এরও বেশি ক্ষুদ্র ও মধ্যম উদ্যোক্তাদের জীবনমানের পরিবর্তনে নানানভাবে সহায়তা প্রদান করে এসেছে। পর্যায়ক্রমে, বিসিক জামদানী পল্লীর সকল উদ্যোক্তাবৃন্দও একশপ মার্কেটপ্লেসের সকল সুবিধা লাভের সক্ষমতা অর্জন করবেন এবং তারা ডিজিটাল বাজারের অবকাঠামো দ্বারা উপকৃত হবেন।

ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মধ্য দিয়ে তুরস্ক এবং বাংলাদেশ-এর মধ্যে চলমান ভাতৃত্বপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সমুন্নত ও সুদৃঢ় থাকবে বলেই দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই এর যুগা প্রকল্প পরিচালক (যুগাসচিব) জনাব মো: সাইফুল ইসলাম, টিকা বাংলাদেশ-এর কোর্ডিনেটর শেষকি মারথ বারিশ, এটুআই এর প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম, বিসিক এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) অখিল রঞ্জন তরফদার, এটুআই এর হেড অব কমার্শিয়ালাইজেশন রেজওয়ানুল হক জামিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com