বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর শপথ গ্রহণ করলেন।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এ সময় নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম।
এর আগে গত ৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২০২৩-২০২৫ কার্যকালের জন্য আমিরে জামায়াত নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয়। জামায়াতে ইসলামীর সদস্যদের প্রত্যক্ষ ভোটে পুনরায় দলটির আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
শপথের পর আমিরে জামায়াতের অনুরোধে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং আমিরে জামায়াত ২০২৩-২০২৫ কার্যকালের জন্য কেন্দ্রীয় মজলিসে শূরার নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।