সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল- কাদির টাস্ট্র দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানসহ বুশরারও অভিযুক্ত। তারা দুজনই আল-কাদির বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি।
জানা যায়, ইসলামাবাদ ভিত্তিক আবাসন কোম্পানি বাহরিয়া টাউন, আল-কাদির বিশ্ববিদ্যালয়কে সাড়ে চারশো কানালের বেশি জমি দান করে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ওই আবাসন কোম্পানিটির কাছ থেকে আর্থিক সহায়তা নেয়ার অভিযোগ ওঠে।
এদিকে বুশরা বিবির আইনজীবী ইন্তিজার হুসাইন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, আমার আল- কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবির জন্য প্রতিরক্ষামূলক জামিনের আবেদন জানিয়েছিলাম এবং দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ আজ ২৩ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।