1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক পলাশবাড়ীর মনোহর পুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও আলোচনা সভা সভায় 2025 এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন আসিফুল্লাহ শিকদার বরিশাল নগরীতে ৩১ দফার লিফলেট বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ দুই ট্রফি নিয়ে রংপুর আসছে রংপুর রাইডার্স অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন- স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজবাড়ীর জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় বান্দরবান সরকারি কলেজের ভাবমূর্তি নষ্ট, এইচ এস সি নির্বাচনী পরীক্ষা বানচাল,শিক্ষকদের মানহানির বিরুদ্ধে ৪ দফা দাবী কলেজ কতৃপক্ষ মেনে নিয়েছে। করিম উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস ফেনী এর নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জুড়ীতে কমলা বাগানে পোকা-মাকড়ের আক্রমণে মারা যাচ্ছে কমলা গাছ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে পোকা-মাকড়ের আক্রমণে ঐতিহ্য হারাতে বসেছে জুড়ীর জনপ্রিয় কমলা শিল্প। একাধারে মারা যাচ্ছে পুরাতন কমলা গাছ। পাশাপাশি নতুন চারা বড় হওয়ার আগেই মারা যাচ্ছ। চতুর্মুখি আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন অত্রাঞ্চলের কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই হতাশায় ভূগছেন কমলা চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় সাড়ে ৯৬ হেক্টর জমিতে ৯৪টি কমলা বাগান গড়ে উঠেছে। তন্মধ্যে গোয়ালবাড়ী ইউনিয়নে শতকরা ৮০ ভাগ বাগান রয়েছে। অত্রাঞ্চলের অধিকাংশ কমলা খাশি ও নাগপুরি জাতের চাষাবাদ হচ্ছে। গোয়ালবাড়ী ইউনিয়নের লালছড়া গ্রামের কমলা চাষি মোর্শেদ মিয়া (৫৪) বলেন, তার বাগানে প্রায় ১২ শত কমলা গাছ ছিল। গত ৩ বছরে ৪শত গাছ মারা গেছে। বর্তমানে বাকী গাছের মধ্যে প্রায় ২শত গাছ মারা যাওয়ার পথে। তিনি জানান, প্রথমে এক ধরনের সাদা পোকা মাটির নিচে কমলার শিকড় থেকে পানি চুষে ফেলে পরে উইপোকারা শিকড় খেয়ে ফেলে। তাতে প্রথম বছর গাছের পাতা হালকা হলুদ হয়। দ্বিতীয় বছর পাতা পুরোপুরি হলুদ হয়ে যায় এবং পাতা ঝরা শুরু হয়ে যায়। আর তৃতীয় বছর গাছটি মারা যায়। মোর্শেদ মিয়া আরো জানান, পোকার আক্রমণের শুরুতে কমলার আকার স্বাভাবি থাকলেও দ্বিতীয় বছর আকার ছোট হয় এবং পরের বছর একেবারে ছোট হয়ে যায়। জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল আলম খাঁন জানান, জুড়ী এলাকায় যে কমলা বাগান গুলো আছে এগুলো ৩০-৪০ বছরের পুরনো। এ বাগান গুলো বীজের চারা থেকে করা হয়েছে কলমের চারা থেকে নয়। গাছগুলো বেশিরভাগই রোগাক্রান্ত। কমলা বাগানে অন্যান্য ফসলের চাইতে বেশি সার কীটনাশক এবং যত্নের প্রয়োজন পড়ে। অর্থের অভাবে অনেক সময় কৃষকেরা সেই সার এবং যত্ন দিতে পারে না। এছাড়াও এই এলাকার বাগানগুলো সংরক্ষিত বনের আশেপাশে হওয়ার কারণে বন থেকে বিভিন্ন রকমের মথ ও পোকামাকড়ের আক্রমণ হয় যেটা সমতল এলাকার কমলা বাগানে নেই। এছাড়াও লাঠিটিলা এলাকায় সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কারণে কৃষকেরা বাগানের প্রতি যত্ন কমিয়ে দেয়। উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সীমিত আকারে নতুন কিছু প্রদর্শনী প্রদান করা হয়। এই প্রদর্শনগুলোতে কলমের চারা দেয়া হচ্ছে যেটা আকারে ছোট হয় সহজে যত্ন নেয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com