বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলিমদের জন্য পবিত্র জুমার দিনটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বেশি মর্যাদা ও তাৎপর্য বিবেচনায় দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় ।
ইসলামের আলোকে জুমার দিনে বর্জনীয় কাজগুলো হলো-
মসজিদে যাওয়ার আগে পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধুমপান না করা। (বুখারি : ৮৫৩)
মুসুল্লিদের ফাঁকা করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারি : ৯১০, ৮৮৩)
খুৎবার সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দুই রাকাত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ সালাত আদায় করা ছাড়া না বসা। (বুখারী : ৯৩০)
কেউ কথা বললে ‘চুপ করুন’ এতটুকুও না বলা। (নাসায়ী : ৭১৪, বুখারি : ৯৩৪)
খুৎবার সময় দুই হাঁটু উঠিয়ে না বসা। (আবু দাউদ : ১১১০, ইবনে মাজাহ : ১১৩৪)
একান্ত প্রয়োজন না থাকলে দুই পিলারে মধ্যবর্তী ফাঁকা জায়গায় সালাত আদায় না করা। (হাকেম : ১/১২৮)
সালাতের জন্য কোনো জায়গাকে নির্দিষ্ট করে না রাখা। (আবু দাউদ : ৮৬২)।
মহান আল্লাহ আমাদের ইসলামের বিধানকে সঠিকভাবে মেনে চলার তাওফিক দান করুন।