বঙ্গনিউজবিডি ডেস্ক: জুলাইয়ের পর এই প্রথমবারের মতো স্থানীয়ভাবে নতুন করে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। এর ফলে ধারণা করা হচ্ছে, গত মাসের শেষের দিকে শুরু হওয়া বর্তমান করোনার প্রাদুর্ভাব দ্রুত কমতে পারে। সোমবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক প্রাদুর্ভাবটি ২০ জুলাই নানজিং শহরের পূর্বাঞ্চলের কয়েকজন বিমানবন্দরের কর্মীদের মধ্যে সনাক্ত হওয়ার পরই ঘটেছিল। এরপর থেকে চীনে ১,২০০ এরও বেশি লোক সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
কিন্তু, নতুন করে কেউ করোনায় মারা যাননি। আগস্টে গোটা চীন জুড়েই প্রাদুর্ভাব বাড়ার পর এছাড়া, গত সপ্তাহে শণাক্তের সংখ্যা এক অংকে নেমে আসে।