বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডিনদের একটি কৌশলপত্র তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়া যাতে শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ তৈরি না করে সেটি লক্ষ রাখতে হবে। আর দুই সপ্তাহের মধ্যে এটি ঠিক করতে বলা হয়েছে।
অনলাইনে ফরম পূরণ করার উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি যাতে না হয় সেজন্য অনলাইনের মাধ্যমে ফরম পূরণ শুরু হবে। এছাড়া লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে।