মো:রমিজ আলী, চট্টগ্রামের আগ্রাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন ঐ সমস্ত ছাত্রদের স্মরনে জুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার(৩ জানুয়ারি) রাত ৯টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল ম্যাচে নাঈম-জনি ও কুতুব-শিহাব জুটি হাড্ডাহাড্ডি লড়াই চলে। তীব্র প্রতিদ্বন্ধিতাপুর্ণ ম্যাচে ফাইনালে ২-০ সেটে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় নাঈম-জনি জুটি।পুরো টুর্ণামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় নাঈম-জনি জুটি। এছাড়াও টুর্ণামেন্টে রিদুয়ান,নিয়নের দল অংশগ্রহণ করে।
জুলাই শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট খেলার আয়োজকরা বলেন,নতুন প্রজন্মকে মাদক মুক্ত ও প্রযুক্তির খারাপ প্রভাব থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই দেশজুড়ে খেলাধুলা কে উৎসাহিত করতে সরকারকে মাঠ তৈরি করার আহ্বান জানান খেলার আয়োজকরা।