জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা বেশ কয়েকটি বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশ মন্ত্রীর কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা। দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত জহুর মিয়ার মেয়ে রোকেয়া বেগম টিলা কেটে কৃষি জমি ভরাট করে চলছে বাড়ীর ভিটে নির্মানের উৎসব। রোকেয়া বেগম, এ প্রতিবেদক কে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। যে কোনো সময় টিলা ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতেপাড়ে। এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো: মাইদুল ইসলাম বলেন খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।