জালালুর রহমান, মৌলভীবাজারঃ বিএমডিসির অনুমোদন ছাড়া বিশেষজ্ঞ ও সার্জন পদবি ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন। মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন বড় মসজিদ রোড, এক্সপার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। জোবাইদা আক্তার ভুয়া বিশেষজ্ঞ ও সার্জন।
অনুসন্ধানে জানা গেছে কয়েক দিন থেকে ওই ভুয়া বিশেষজ্ঞ ও সার্জন। বিজিবি ক্যাম্প সংলগ্ন এক্সপার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন নিয়মিত।
জোবাইদা আক্তারের ডাক্তারি ডিগ্রী হলো
এম. বি. বি. এস, পিজিটি (গাইনী এন্ড অব্স) ঢাকা ডিএমইউ (আল্ট্রা),।
উল্লেখ্য বর্তমানে জোবাইদা আক্তার বিশেষজ্ঞ ও সার্জন পদবী ব্যবহার করছেন। বিশেষজ্ঞ ও সার্জন কোনো ডিগ্রী না-থাকার ফলে জোবাইদা আক্তার ভুয়া বিশেষজ্ঞ ও সার্জন। জানা গেছে, আল্ট্রাসনোগ্রাম এবং অপারেশন করেন তিনি। প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ২০ জন রোগী দেখছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কথা হয় ডাঃ জোবাইদা আক্তারের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন উনার সাথে দেখা করার জন্য। এক্সপার্ট হাসপাতালে তার চেম্বারে বিজ্ঞাপনের সাইনবোর্ড এর বিষয়ে কথা বলবেন।
এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।